স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসেনি অন্তর্বর্তী সরকার: ছাত্রশিবির সভাপতি
অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসেননি। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের উপরে ক্ষমতায় বসেছেন। এজন্য আমাদেরকে সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না। অতিসত্বর জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যে শহীদ ও গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ তিনি এ কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।
জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গণগুলোকে গত ১৫ বছর সন্ত্রাস, মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে; বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ, দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে। অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা সংস্কারের কোনো কমিশন গঠন করা হয় নাই। ব্রিটিশদের শিখিয়ে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা; পাশ্চাত্যের মতাদর্শে শিক্ষা ব্যবস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থার গ্লানি দিন দিন টানতে হচ্ছে।
তিনি বলেন, আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অতিসত্বর এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, জাতিসত্ত্বার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র-জনতার দাবি, শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে বিভিন্ন মহল টালবাহানা করছে। খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। নির্বাচন অতিসত্ত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই মাস ছিল কষ্টের। ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস। আজকে শহীদ পরিবারকে আর্তনাদ করে বলতে হয়, তারা বিচারহীনতা দিয়ে যাচ্ছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।