১৯ জুলাই ২০২৫, ১৫:১৭

এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন মিজানুর রহমান আজহারীর

মিজানুর রহমান আজহারী  © ফাইল ফটো

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি জিজ্ঞেস করেন, “এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?”

শনিবার (১৯ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেন মিজানুর রহমান আজহারী। পোস্টটির মন্তব্য ঘরে তিনি আরও বিস্তারিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি লেখেন, “যেসব দেশে তাদের (জাতিসংঘের) আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন? শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা যদি নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করতে পারি, তাহলে তারা এসে কী করবে?”

আজহারীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই হাজার হাজার লাইক, শত শত মন্তব্য এবং অসংখ্য শেয়ার হয়। প্রতিক্রিয়াও এসেছে নানা রকম—কেউ তার বক্তব্যে সহমত পোষণ করেছেন, আবার কেউ কেউ প্রকাশ করেছেন ভিন্নমত।

এই পোস্টের মাধ্যমে আজহারী মূলত দেশের অভ্যন্তরীণ শান্তি ও মানবাধিকার রক্ষার প্রশ্নে জনগণের পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, বাইরের কোনো সংস্থার হস্তক্ষেপের চেয়ে নিজেদের মধ্যে ঐক্য ও সচেতনতা গড়ে তোলা বেশি জরুরি।