কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ শুরু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে দলটির প্রথম জাতীয় সমাবেশ। শনিবার (১৯ জুলাই) বেলা ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ সমাবেশ। এর আগে, দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে এসে পৌঁছান।
এদিন, সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এরই মধ্যে জামায়াতের এটিএম আজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। এর আগে গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত থেকেই দলটির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসতে শুরু করেন।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাত দফা দাবির মধ্যে রয়েছে—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।।