১৭ জুলাই ২০২৫, ১০:৪৪

আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ যাচ্ছে এনসিপি 

এনসিপি লোগো  © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি পালনে বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, ১৭ জুলাই । ফরিদপুর, রাজবাড়ী মানিকগঞ্জ। আমরা আসছি জুলাই পদযাত্রায়। দেখা হবে ইনশাআল্লাহ।

জানা গেছে,  বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। পরে সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের। দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন। বুধবারের হামলার পর মাদারীপুরে তাদের পদযাত্রা স্থগিত করা হয়েছে।