এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে হবিগঞ্জে ব্লকেড কর্মসূচি
গোপালগঞ্জে এনসিপির রাষ্ট্র সংস্কারের পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘন্টা ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন-ব্রীজ গোল চত্ত্বর এলাকার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। ব্লকেড কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী পলাশ মাহমুদ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ এনসিপির সভায় বাধা দিয়েছে, সড়ক অবরোধ করেছে, হামলা করেছে। বাধা পেরিয়ে সভা করা হয়েছে। এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গোপালগঞ্জে তারা এখনও সরব। এনসিপি সেখানে গোপালগঞ্জের নাম বদলাতে যায়নি। সেখানে গিয়েছিল শান্তির কথা বলতে, নতুন বাংলাদেশ গড়ার কথা বলতে। কিন্তু গোপালগঞ্জের ফ্যাসিস্টরা হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির নির্বাহী সদস্য এডভোকেট ওয়াহিদ মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহাদি হাসান এবং নির্বাহী সদস্য নবীর হোসেন হৃদয়, এনসিপির জেলা কমিটির নির্বাহী সদস্য আবু তালহা মোঃ সালমান সহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।