‘এরপর থেকে আইফোন কেনার ফেইক মেমোতে নাম দিয়েন, বেশি গ্রহণযোগ্য হবে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ করেছেন এক নারী। তার দাবি, তিনি এনসিপিকে ৪৮ লক্ষ টাকা ডোনেশন দিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান নিজের ফেসবুক পেজে ইমামুর রশিদের অর্থ গ্রহণের ভিডিওটি পোস্ট করেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ব্যাখ্যা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ইমামুর রশিদ। এবার তাতে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (১৪ জুলাই) রাতে নিজের ভেরিভায়েড ফেসবুকে পোস্টে বিষয়টিকে নাটকের স্ক্রিপ্ট উল্লেখ করে পোস্ট দেন তরুণ এই রাজনীতিবিদ। সেখানে বিষয়টি নিয়ে লিখেছেন, এই সস্তা স্ক্রিপ্ট আপুর ব্যক্তিগত হতে পারে, কোন রাজনৈতিক দলের হতে পারে কিংবা কোন এজেন্সির হতে পারে। সঙ্গে এ-ও লিখেছেন, প্রিয়..আপু, ‘এরপর থেকে যার সাথে বাটপারি করবেন, আইফোন কেনার ফেইক ম্যমোতে তার নাম দিয়েন। তাহলে বেশি গ্রহণযোগ্য হবে। আরো ভালো হবে যদি এমন সস্তা জিনিস দিয়ে স্ক্রিপ্ট না বানিয়ে দামি কিছু দিয়ে বানান।’ সবশেষ লেখেন, ‘শিখছি, আগামীতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।’
নিচের তার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো
(নাটকের স্ক্রিপ্ট)
ধাপ-১ : মাসের পর মাস বারবার কল ম্যাসেজ দিয়ে পার্টির ১-২জন টপ লিডারের সাথে যেকোনো মূল্যে কথা বলতে হবে। (Mission-successful)
ধাপ-২: পার্টির এগিয়ে যাওয়ার জন্য নিঃস্বার্থভাবে আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ করে, দানবীর হিসেবে নিজেকে উপস্থাপন করে স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় পার্টির বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করতে হবে। এর মাধ্যমে পার্টির টপ কয়েকজন লিডারের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। (Mission-successful)
ধাপ-৩: ভালো সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্কের দোহাই দিয়ে, পূর্ববর্তী সহযোগিতার কথা মনে করিয়ে দিয়ে এবং পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে এই আশ্বাস দিয়ে অবৈধ সুযোগ-সুবিধা, ব্যবসা, টেন্ডার চাইতে হবে। (Mission- Failed)
ধাপ-৪: যদি দুর্ভাগ্যক্রমে কাঙ্খিত চাওয়া না পূরণ হয় তখন হোয়াটসঅ্যাপ কনভারসেশনের স্ক্রিনশট, ভয়েস ম্যাসেজ, চুরি করে করা সহযোগিতার ভিডিও এসব অন্য রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রশ্নবিদ্ধ করার পুরাতন ও নোংরা রাজনৈতিক গেইম খেলতে হবে।?
NB: (সাজেশন্স)
১. প্রিয় ধান্দাবাজ বাটপার আপু, এরপর থেকে যার সাথে বাটপারি করবেন, আইফোন কেনার ফেইক ম্যমোতে তার নাম দিয়েন। তাহলে বেশি গ্রহণযোগ্য হবে। আরো ভালো হবে যদি এমন সস্তা জিনিস দিয়ে স্ক্রিপ্ট না বানিয়ে দামি কিছু দিয়ে বানান।
২. কারো সাথে ছ্যাচরামি করার ইচ্ছা থাকলে তার সাথে হোয়াটসঅ্যাপে আরো বেশি মেসেজ করবেন। কল কম দিবেন। আপনার সাথে ৪ মাসে আমার ৪০ টা কনভারসেশনও নাই। স্ক্রিনশটগুলো খুব দুর্বল হয়ে গেছে।
৩. আপনার মত এজেন্টদের ভবিষ্যৎ সংকটে। দালালি করে পেট চালানোর দিন শেষ। নতুন পেশা খুঁজতে পারেন।
NB:-2
এই সস্তা স্ক্রিপ্ট আপুর ব্যক্তিগত হতে পারে, কোন রাজনৈতিক দলের হতে পারে কিংবা কোন এজেন্সির হতে পারে। শিখছি, আগামীতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।