১২ জুলাই ২০২৫, ১৮:৪৯

চাঁদপুরে খতিবের ওপর হামলা, জামায়াতের বিক্ষোভ

চাঁদপুর শহরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ  © টিডিসি

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে (৬৮) কুপিয়ে জখম করার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর শহর শাখা জামায়াত ইসলামী। আজ শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘উগ্রবাদের কোনো ঠাঁই চাঁদপুরে হবে না। আলেম-উলামাদের ওপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যারা এই বর্বরোচিত হামলা করেছে, তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

আলেমদের ওপর হামলা মানে ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত। প্রশাসনকে এর দায় নিতে হবে। আমরা জানতে চাই, কেন মসজিদের মত পবিত্র স্থানে এমন হামলা করা হলো।’

আরও পড়ুন: মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া, শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত বিএনপির

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা নায়েবে আমির মাছুমুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সদর উপজেলা আমির অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ। 

জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আফনান তাকি বাদী হয়ে অভিযুক্ত মো. বিল্লাল হোসেনের (৫০) নাম উল্লেখ করে আজ শনিবার (১২ জুলাই) একটি মামলা করেন।