১২ জুলাই ২০২৫, ১৮:২২

বিএনপি পুরাতন ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসলে দুই বছর‌ও টিকতে পারবে না: হাদি

জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ  © টিডিসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, বিএনপি যদি মনে করে পুরাতন ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসবে তাহলে আমি আগে বলেছিলাম ক্ষমতায় থাকবে তিন বছর এখন বলছি ক্ষমতায় থাকবে দুই বছর। বিএনপি শুধু বিপুল ভোটে না, তিনশো আসনেও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে এই অবস্থায় তারা দুই বছরের বেশি সরকার রান করাতে পারবে না।‌ 

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে যুবদল কর্মী কর্তৃক পাথর মেরে ব্যবসায়ীকে হত্যায় রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নিষ্ক্রিয়তার প্রতিবাদে করা এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন মানুষ মাইর খাইতে খাইতে মাইর দেওয়া শিখে গেছে। আপনি যখন তাকে একটা বাজে কথা বলবেন সে আপনাকে তিনটা বাজে কথা বলবে। আপনারা যদি সংসদে বসেও দেশবিরোধী আইন করেন তাহলে মানুষ তাদের জীবনের জানমালের কথা না ভেবে সংসদে গিয়েও আপনাদের পিটাবে। আপনারা তখন ইংরেজিতে যত‌ই মব বলেন তখন তাদের ফিরাতে পারবেন না। সুতরাং আপনারা জনগণের রাজনীতিতে ফিরেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নতুন করে রাজনীতি শুরু করেন তা হবে জুলাইয়ের রাজনীতি। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার হন। আপনারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সংবিধানের জন্য মাঠে নামেন। অন্যথায় আপনাদের অবস্থা মুসলিম লীগ ও আওয়ামী লীগের মতো হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই , রাজনৈতিক ভুলের জন্য নাই হয়ে গেছে। আর যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মাত্র ৫৪ বছর আগে সেই দল সবকিছু নিয়ে পালিয়েছে।