ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক আসাদুজ্জামান আসাদের ইন্তেকাল
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। আজ বুধবার সকাল ৬টা ২০মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।কাজী আসাদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।’ সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ‘আসাদুজ্জামান আসাদ দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেশে-বিদেশে বিভিন্ন স্থানে তার চিকিৎসা হয়েছে।’ তার দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ছাত্রদলের দফতর সম্পাদক।