ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ
আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। জাতীয় নির্বাচন সংস্কার, বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট আয়োজনের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে দলটি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। মূল সমাবেশ শুরু হবে দুপুর ২টা থেকে। িমহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মহাসমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার মাঠ পরিদর্শন করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে এবং লঞ্চ ও ট্রেনযোগে কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, এই মহাসমাবেশ দেশের আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা দেবে।
সমাবেশে উপস্থিত থাকার জন্য এমন সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যারা ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থার পক্ষে। আয়োজকদের মতে, এতে বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।