একটা ৫ আগস্ট আনতে...
‘একটা ৫ই আগস্ট আনতে... আবু সাঈদ, ওয়াসীম, শান্ত, মুগ্ধ, সুমাইয়া, ফাইয়াজ, আসহাবুল ইয়ামিন, ওসমান, জাবির, রিয়া গোপ, হৃদয় তরুয়াসহ ঝরে গেছে কত তরতাজা প্রাণ।’
এই কথাগুলো বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
তিনি আরও লিখেন, ‘খোকন, জসিম, শাফিলসহ হাজারো ভাইবোন বরণ করেছে পঙ্গুত্ব, অন্ধত্ব। চোখের জলে ভেসেছে শত শত মা, বোন, পিতা, ভাই।’
গুম ও নিখোঁজের প্রসঙ্গে তিনি লেখেন, ‘ইলিয়াস আলী, চৌধুরী আলম, ওয়ালীউল্লাহ, মুকাদ্দেসসহ বহু কণ্ঠ ও স্বপ্ন হারিয়ে গেছে নিরুদ্দেশের অন্ধকারে। মাইকেল চাকমা, আরমান, আযমীসহ বহু নিরীহ মানুষকে গুম করে রাখা হয়েছে আয়নাঘরের আতঙ্কে। শত শত পরিবার কাটিয়েছে দিনকে দিন উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে। লাখো মামলা, হাজারো রিমান্ড, জেল-হাজতে মৃত্যু, আর অসংখ্য ‘ক্রসফায়ার’ নামক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল এই বাস্তবতার অংশ।’
সরকারি দমনপীড়ন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি লিখেন, ‘২৮ অক্টোবর, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর, ২৮ ফেব্রুয়ারি কিংবা মোদিবিরোধী আন্দোলনের মতো ঘটনায় ফ্যাসিবাদী আওয়ামী রাষ্ট্র নিজের সন্তানদের রক্তে রাঙিয়েছে দেশের রাজপথ। কোথাও বুলডোজারে ভেঙে দেওয়া হয়েছে বসতবাড়ি, আবার কোথাও হেলিকপ্টার থেকে চালানো হয়েছে গুলি; নিরস্ত্র জনগণের মাথা ও বুকে তাক করেছে স্নাইপার।’
সবশেষে, ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে তিনি লেখেন, এই রক্ত, কান্না ও আত্মত্যাগ দিয়েই এসেছে ৫ই আগস্ট। এই দিন শুধুমাত্র একটি তারিখ নয়—এটি এক নতুন ভোর, এক নব জন্ম। এটি অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গৌরবময় প্রতিরোধের এক ঐতিহাসিক বিজয়ের দিন। এটি নিপীড়নের অবসান, প্রতিরোধের বিজয় এবং ‘নতুন বাংলাদেশ’-এর অগ্নিস্নান।’