খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

২৫ জুন ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:১৯ PM
জামায়াতের লোগো

জামায়াতের লোগো © সংগৃহীত

বিএনপির  ঘাঁটি হিসেবে পরিচিত ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে জল্পনা কল্পনা। আসনটি তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ঐতিহ্যবাহী আসন’ হিসেবেই পরিচিত।

দলীয় সূত্রে এখনো নিশ্চিত নয়, বিএনপির পক্ষ থেকে এ আসনে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। তবে ইতোমধ্যে একই আসনে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট কালাম আহমেদকে এ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এছাড়া খেলাফত মজলিস (মামুনুল হক) ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম এবং খেলাফত মজলিসের জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুল আজিজ আহমদীকেও নিজ নিজ দলের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ফেনী-১ আসনে ১৯৯১ সালে আওয়ামী লীগের জাকারিয়া ভূঞাকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালেও আওয়ামী লীগের প্রার্থী এম ওয়াজী উল্লাহ ভূঞা ও জাফর ইমামকে হারিয়ে এমপি নির্বাচিত হন ও প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন।

আসন্ন নির্বাচন ঘিরে এ আসনে জামায়াত ও ইসলামি দলগুলোর আগাম তৎপরতায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তৃণমূলে বাড়ছে নানা গুঞ্জন—বিএনপির পক্ষ থেকে শেষ পর্যন্ত কে হবেন এই আসনের প্রার্থী।

বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
  • ০১ জানুয়ারি ২০২৬
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ: শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া…
  • ০১ জানুয়ারি ২০২৬