সুনামগঞ্জে নারীদের মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

২০ জুন ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০১:৫৩ PM
জামায়াতের সেলাই মেশিন বিতরণ

জামায়াতের সেলাই মেশিন বিতরণ © সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় নারীদের কর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার নেতারা। শুক্রবার (২০ জুন) দিরাই উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কামাল হোসেন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী সিলেট মহানগরের বিমানবন্দর থানার সহকারী সেক্রেটারি রেজাউল ইসলামসহ স্থানীয় নেতারা।

দিরাই উপজেলার খালেদা বেগম, মর্জিনা বেগম, অনিতা রানী দাস, সুমা রানী দাস, ঝুমকা রায়, বিশকা রাসী দাস,পাপিয়া আক্তার, দিপা রায়, লিজা বেগম, উমামা বেগমসহ স্থানীয় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে পড়া কয়েকটি উপজেলার মধ্যে দিরাই উপজেলা অন্যতম। এটি হাওর অঞ্চলে হওয়ায় দরিদ্র নারীদের কর্মসংস্থানের তেমন সুযোগ নেই। ফলে অনেক পরিবারকে বহু কষ্ট দিনযাপন করতে হয়। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা ক্ষুদ্র সহযোগিতা করার চেষ্টা করেছি যাতে পরিবারের জন্য কিছুটা হলেও অর্থ উপার্জনের সুযোগ হয়।’

ট্যাগ: জামায়াত
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫