আমেরিকা বিশ্বে শক্তিশালী হওয়ার পেছনে শিক্ষাই প্রধান কারণ: মঈন খান
আমেরিকা বিশ্বে শক্তিশালী হওয়ার পেছনে শিক্ষাই প্রধান কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার ( ১৯ জুন ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাদা দলের আয়োজনে “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শিক্ষাদর্শন ও কর্মসূচি” শীর্ষক এক বিশেষ সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমেরিকা তার অর্থের কারণে বা অস্ত্রের কারণে নয় বরং শিক্ষার কারণেই বিশ্বে শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আজকে যদি বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করা হয় তাহলে দেখা যাবে এক হাজারের মধ্যে সাতশো আটশোটি বিশ্ববিদ্যালয় আমেরিকার। তারা লেখাপড়ার প্রতি বেশি গুরুত্ব দিয়েছিল বলেই আজ তারা বিশ্বের শক্তিশালী দেশ। জিয়াউর রহমান এটি অনুধাবন করতে পেরেছিলেন।
তিনি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম তখন বঙ্গভবন থেকে আমন্ত্রণ পত্র এসেছিল। এটাই ছিল জিয়াউর রহমানের সাথে আমার প্রথম সাক্ষাত। সেই ৪৫ বছর আগেই তিনি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলেছিলেন। আজকে আমরা যে উদ্যোগ নিয়ে আলোচনা করছি এটা কিন্তু সেই দিনই আলোচনা হয়েছিল।
আরও পড়ুন: কিউএস র্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাবি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বুয়েট-এনএসইউ
ড. আব্দুল মঈন খান আরো বলেন, সাড়ে তিন বছরে তিনি যে অর্জনগুলো করেছিলেন পরবর্তীতে পঁয়তাল্লিশ বছরে তা কেউ করতে পারে নি। এই সাড়ে তিন বছরে এমন কোন ক্ষেত্র নাই যে সেসব ক্ষেত্রে অবদান রাখে নি।
সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।