১৮ জুন ২০২৫, ১৬:৫২

জামায়াত আমিরকে ফোন করেন প্রধান উপদেষ্টা, তারপর...

বৈঠকে সালাহউদ্দীন আহমেদ ও ‍নাহিদ ইসলামের সঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের  © সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ফোন করেন। গতকাল প্রথম দিনের আলোচনা সভায় জামায়াতে ইসলামী উপস্থিত না থাকলেও এ ফোন কলের পরিপ্রেক্ষিতেই বৈঠকে অংশ নেয় আজ দলটির ৩ শীর্ষ নেতা।

আজ বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। প্রতীকী প্রতিবাদ স্বরূপ দল গতকালের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি জামায়াত।’

নায়েবে আমির আরও বলেন, ‘প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন। তাকে আশ্বস্ত করেছেন, সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার এ কথার প্রেক্ষিতে জামায়াত আজকের সংলাপে অংশ নিয়েছে।’

নারীদের ১০০ আসনে সরাসরি ভোটে জামায়াতের আপত্তি নেই বলেও জানান নায়েবে আমির।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

আরও পড়ুন: বিশ্বনেতাদের অংশগ্রহণে শুরু হচ্ছে সোশ্যাল বিজনেস ডে, মূল বক্তা ড. ইউনূস

আজকের আলোচনার বিষয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল। এদিন সকাল সাড়ে ১০টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দিতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।