১৭ জুন ২০২৫, ১৮:৪০

জাতীয় ঐক্যমত্য বৈঠকে আগামীকাল যোগ দেবে জামায়াত: প্রেস সচিব

জামায়াত লোগো  © টিডিসি সম্পাদিত

জাতীয় ঐক্যমত্য কমিশনের আগামীকালের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যোগ দিতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে আছি। জুলাই আন্দোলনের অংশীদার সব দলের সঙ্গে আমরা সমানভাবে কাজ করছি। আশা করছি, জামায়াত আগামীকাল বৈঠকে অংশ নেবে।’

তিনি আরও জানান, রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।