বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওয়ার্ড সভাপতির কবজি কর্তন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাঁ হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৫ জুন) দুপুরে মজম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গঠিত দেউলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে সভাপতি আমির হোসেন ব্যাপারী ও সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে ওঠে। এই বিরোধের জেরে কমিটি ঘোষণার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত সংঘর্ষে গড়ায়।
সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল অভিযোগ করেন, দলীয় অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সভাপতির অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পরপরই আমির ব্যাপারী, তার ছেলেরা ও সহযোগী সন্ত্রাসীরা হামলা চালায়। আমাকে রক্ষা করতে গেলে তারা আনিসুর রহমানের কবজি কেটে ফেলে।
দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ব্যাপারী বলেন, ‘ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের লোকজন আহত হয়েছে। আমরা হামলা করিনি।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) ছিদ্দিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। একজনের হাতে কোপ লেগেছে বলেও শুনেছি। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ বা জিডি করেনি।