দলীয় নির্দেশনা উপেক্ষা করে পুতুলের নেতৃত্বে নাটোরে বিএনপির সমাবেশ
নাটোর জেলা বিএনপির নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা উপেক্ষা করে জেলার বাগাতিপাড়ায় বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে বিএনপির বিভিন্ন ইউনিটের নাম ব্যবহার করে আয়োজিত এসব কর্মসূচির প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল।
জানা গেছে, গত ২৪ মে জেলা বিএনপির পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়, নাটোর জেলা বিএনপির আওতাধীন কোনো সাবেক ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিট সভা-সমাবেশ আয়োজনের আগে জেলা বিএনপির অনুমতি নিতে হবে। সেই সঙ্গে ব্যানারে ইউনিটের নাম ব্যবহার না করারও নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তায় আরও উল্লেখ ছিল, এসব নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে দলীয় এ নির্দেশ উপেক্ষা করেই শনিবার (১৪ জুন) বিকেলে জেলার বাগাতিপাড়ায় উপজেলা বিএনপির ব্যানারে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও জনসমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল।
জেলা বিএনপির একাধিক নেতা এ ঘটনাকে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’ বলে মন্তব্য করেছেন। তারা বলেন, কোনো নেতা বা কর্মী যদি নিজের অবস্থান কাজে লাগিয়ে এমনভাবে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করেন, তা দলীয় ঐক্য ও শৃঙ্খলার জন্য হুমকি।
আরও পড়ুন: বাবা দিবস: এক বিপত্নীক বাবার প্রতি মেয়ের ভালোবাসা থেকে যার শুরু
দলীয় অঙ্গনেই এমন বিতর্ক সৃষ্টি হওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, জেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি পালন করা হলে ভবিষ্যতে দলীয় ঐক্য বিনষ্ট হতে পারে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শনিবার বাগাতিপাড়ায় যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। নাটোর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপরও যদি কেউ বিলুপ্তি কমিটির পদ ব্যবহার করে সভা সমাবেশ করে, সে ক্ষেত্রে দলীয় নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিএনপির ৩১ দফা প্রচারে যে কেউ সমাবেশ করতে পারে।আর বিভিন্নজন এমপি নির্বাচনের প্রচারণার জন্য প্রোগ্রাম করলে আমি তো আর বাধা দিতে পারব না।’
এ বিষয়ে কথা বলতে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।