১১ জুন ২০২৫, ১৯:০২

চাঁদা দিতে অস্বীকৃতি, ছাত্র ইউনিয়ন নেতার উপর কিশোর গ্যাংয়ের হামলা

খুলনা জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডল  © টিডিসি সম্পাদিত

চাঁদা দিতে অস্বীকৃতি জানানো খুলনার স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডল। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে খুলনার দোলখোলা এলাকায় এই ঘটনা ঘটেছে। এ সময় তারা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিতও করে। হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ। আজ বুধবার (১১ জুন) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ভুক্তভোগী সুদীপ্ত মণ্ডল জানান, পড়ালেখার উদ্দেশ্যে তিনি গ্রাম থেকে শহরে এসে খুলনার দোলখোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। সম্প্রতি ওই এলাকায় কিশোর গ্যাং নামধারী কিছু সন্ত্রাসী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে, তারা দূরদূরান্ত থেকে আসা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এটি করে থাকে।

আগে থেকে এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি আরও জানান, গতকাল তারা তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা দলবদ্ধভাবে তার উপর আক্রমণ চালায়। তারা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় সেখানকার এক বড় ভাই আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার উপরও নৃশংস হামলা চালিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং মারধর করা হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্র ইউনিয়ন অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি করেছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চাঁদাবাজির বিরোধিতা করায় গতকাল ছাত্র ইউনিয়নের খুলনা জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডলের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা। 

‘‘আমরা অবিলম্বে সুদীপ্ত মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে সুদীপ্ত মণ্ডলের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই শক্ত হাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। অন্যথায় ছাত্র ইউনিয়ন জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।’’