১০ জুন ২০২৫, ০১:৪২

অপকর্মের জন্য এই সরকারও আসামি হতে পারে: বিএনপি নেতা কায়কোবাদ

বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ  © টিডিসি ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, ‘যদি কাউকে ছুরি ধরিয়ে দেওয়া হয় এবং সে তা ব্যবহার করে, তবে দায় অভিভাবকেরই।’ শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাদের হাতে ক্ষমতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর তাদের অপকর্মের বিচার হলে সরকারও একদিন আসামি হতে পারে।

সোমবার ( ৯ জুন) বিকেলে মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দরখান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 

সাবেক এ ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আরো বলেন, আমি আপনাদের গ্রামে আসব, ঘরে বসব, ল্যাটকা দিয়ে বসে গল্প করব। এই গ্রাম আমার, এই জনতা আমার। আমি আপনাদের কামলা, বাকি জীবন কামলা হয়েই কাটিয়ে দিতে চাই। এই ইউনিয়নে ফ্যাসিবাদের দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুনের জন্ম হলেও এই গ্রামের মানুষ আমার ভাই। তারা আমাকে বার বার এই এলাকা থেকে নির্বাচিত করেছে। 

তিনি প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন  এবং তাঁর জন্য দোয়া চান। এই দেশের কোটি কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ নির্যাতিত হিসেবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে সকলের নিকট দোয়া কামনা করেন। তারেক জিয়া যেনো অতি দ্রুত বাংলাদেশে এসে একটি গণতান্ত্রিক রাজনীতির সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে সেজন্যও তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: ঈদের ছুটিতে ভিড় বেড়েছে বেনাপোল সীমান্ত ও গদখালী ফুলবাগানে

কাজী কায়কোবাদ বলেন, আপনারা এখন নির্বাচনের কাজে নেমে যাবেন। নির্বাচন ছাড়া কোন কাজ আমাদের নাই। আগামী নির্বাচনে বিএনপি যেন ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ  দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করাই এখন আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবেই।

ধামঘর ইউনিয়ন  বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ এম তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোল্লা মহিউদ্দিন। সমাবেশের সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক, মহিউদ্দিন অঞ্জন।

ধামঘর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন ও উপজেলা যুবদলের সদস্য কাউসারউল্ল্যাহ সাইফির উপস্থাপনায়, সমাবেশ আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি কাজী জুননুন বশরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া,নজরুল ইসলাম,ফারুক সরকার মজিব। আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু। বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান।  কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।

প্রসঙ্গত, আজ সোমবার (৯জুন)  সকাল ১১টায় নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  তিনি মুরাদনগরের বাসিন্দা।