জাতীয় সরকার গঠনের আহবান ইনকিলাব মঞ্চের
জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচনের দাবিতে জাতীয় সরকার গঠনের আহবান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি। শনিবার (২৪ মে ) সকাল এগারোটায় দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধু ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবিলায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে শরিফ উসমান বলেন, আগামী কয়েক মাস সরকারকে তিন দাবিতে (বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচন) জাতীয় সরকার গঠন করার দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নিয়ে এই জাতীয় সরকার গঠন করেন। বিএনপি অসুবিধার সৃষ্টি করলে তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত অসুবিধা করলে তাদেরও জবাবদিহি করতে হবে। এই সরকারের মেয়াদ হবে অন্তত দশ মাস থেকে এক বছর পর। কেননা অন্তবর্তীকালীন সরকার জুলাইয়ে নির্বাচনের কথা বলেছেন। এর মেয়াদ কাল আপনারা ঠিক করবেন।
তিনি বলেন, যদি জাতীয় সরকার গঠন করতে না পারেন তাহলে জাতীয় ঐক্য কাউন্সিল গড়ে তোলেন। জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান হবেন ড. মুহাম্মদ ইউনূস। সকল রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে থাকবেন। তাদের সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের মতো। তারা মন্ত্রী হবেন না , উপদেষ্টা হবেন না কিন্তু ওয়াচডগ হিসেবে কাজ করবেন।
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের কার্যক্রম না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে কোন লাভ নেই। যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে আওয়ামী লীগ দিল্লির সাথে মিলে কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি পেলেই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হবে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হাদি বলেন, আপনার কোন এখতিয়ার নাই পদত্যাগ করার। আপনাকে ক্ষমতায় বসিয়েছি ১৫শ-এর বেশি শহীদ যোদ্ধারা। আপনি পদত্যাগ করে দেশের বাইরে চলে গেলে জুলাই যোদ্ধাদের কী হবে ? তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করেই আপনাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় গৃহযুদ্ধ লেগে যাবে।