২৩ মে ২০২৫, ০১:৪১

বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা গালিবের ৫ পরামর্শ

মির্জা গালিব  © সংগৃহীত

দেশের চলমান অস্থিরতা ও বিভেদের প্রেক্ষাপটে তরুণদের মাঝে পরিচিত মুখ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব জাতীয় ঐক্য রক্ষায় ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব পরামর্শ তুলে ধরেন।

মির্জা গালিব লেখেন, “বর্তমানে দেশে যে অস্থিরতা বিরাজ করছে, তার মূল কারণ হলো—জুলাইকে ঘিরে যেই জাতীয় ঐক্যের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, তা এখন দুর্বল হয়ে পড়েছে। দুঃখজনকভাবে, এই বিভেদ তৈরি করছে জুলাই আন্দোলনের অনেক নেতাই—যার সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এই পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।”

এই সংকট নিরসনে কী করা উচিত, সেই প্রশ্নের উত্তর হিসেবে তিনি পাঁচটি পরামর্শ দেন:

১. সরকারে বিএনপি এবং জামায়াত থেকে তিনজন করে মোট ছয়জনকে নতুন করে নেওয়া। দলীয় রাজনীতিবিদ। যাতে এইটা এক ধরনের সর্বদলীয় সরকার হয়।

২. জাতীয় নির্বাচনের একটা স্পেসিফিক ডেইট ঘোষণা করা। জুন পর্যন্ত যে ডেডলাইন দেয়া আছে তার মধ্যে।

৩. জুলাই সনদ এবং প্রস্তাবিত সংস্কার সব দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পন্ন করা।

পোস্টে দুটো বিষয়ে জিরো টলারেন্স থাকার আহ্বান জানান তিনি। তিনি লেখেন,

১. আওয়ামা লীগ নিষিদ্ধ, তারা নির্বাচনে আসতে পারবে না।

২. সামরিক বাহিনী রাজনীতি থেকে দূরে থাকবে।