সাম্য হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিতকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই: ঢাবি ছাত্রদল সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির শাখা সভাপতি গণেশ চন্দ্র রায়।
তিনি বলেছেন, ছাত্রদল নেতা সাম্য জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সহযোদ্ধা। কিন্তু ৫ আগস্টের পর নিরাপদ এই ক্যাম্পাসে নিহত হয়েছেন। তার হত্যার ৬ দিন পরও দৃশ্যমান কেনো পদক্ষেপ দেখা যায়নি। এজন্য আমরা খুবই উদ্বিগ্ন। সাম্য হত্যাকাণ্ডে বিভিন্ন ন্যারেটিভ দাঁড়কারীদের আইনতের আওতায় আনতে হবে।
আজ সোমবার (১৮ মে) রাতে সাম্য হত্যার মূল আসামীদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসের ভিসি চত্বরে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এর আগে ক্যাম্পাসে একটি মশাল মিছিল বের করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সহযোদ্ধার শহীদের ঘটনায় একটি মবসৃষ্টি বাহিনী বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। সেটি ভিসি ও প্রক্টরের পক্ষেই যাচ্ছে বলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও মেইনস্ট্রিম মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা সাম্য হত্যার প্রকৃত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে। পাশাপাশি সাম্য হত্যাকে ভিন্নখাতে যারা প্রবাহিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে ক্যাম্পাসে বসেই, তাদেরও বিচারের আওয়ায় আনতে হবে।