গুলিস্থানের দলীয় কার্যালয় এলাকায় মিছিল, ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ১১ কর্মী গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তানে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলের সময় ১১ নেতাকর্মী আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আজ রবিবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
এর আগে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।
পরে (১২ মে) সোমবার জারি করা এ সম্পর্কিত প্রজ্ঞাপনে এ নিষিদ্ধ করার পেছনে যেসব কারণ বিবেচনায় নেয়া হয়েছে সেগুলো তুলে ধরেছে সরকার।