১৪ মে ২০২৫, ১৩:৫৭

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা, অন্তর্বর্তী সরকারের কাছে জবাব চাইলেন মির্জা ফখরুল 

নিহত শাহরিয়ার আলম সাম্য ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © টিডিসি সম্পাদিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের কাছে জবাব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৪) মে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল লেখেন, আমরা আমাদের ছেলে সাম্যের জন্য বিচার চাই। আমাদের সন্তানের হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।

তিনি আরও লেখেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না। আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না। স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না। এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ মে)  রাতে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।