১০ মে ২০২৫, ১৭:৪৭

সিদ্ধান্তের অপেক্ষায় আন্দোলনকারীরা, ‘জুলাই-শাপলা’ ডকুমেন্টরি দেখে কাটছে সময়

‘জুলাই-শাপলা’ ডকুমেন্টরি দেখে কাটাচ্ছেন আন্দোলনকারীরা  © টিডিসি

আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১০ মে) রাত ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ ঘোষণা দেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তবে দল হিসেবে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ না করে কেবল রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় আন্দোলনকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, তাদের তিন দফা দাবির মধ্যে এটি কেবল আংশিক পূরণ। তাই পূর্ণ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে একদিকে আন্দোলনকারীরা স্লোগানে মুখর, অন্যদিকে এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘জুলাই-শাপলা’সহ বিভিন্ন গণহত্যা নিয়ে নির্মিত তথ্যচিত্র। এসব ডকুমেন্টারি দেখে তারা অতীতের দমন-পীড়নের স্মৃতি রোমন্থন করছেন এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তুলছেন। আন্দোলনকারীদের দাবি, এভাবেই তাদের প্রতিবাদের মাত্রা আরও গভীর ও ঐতিহাসিক রূপ পাচ্ছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ এসমান হাদীসহ আরও কয়েকজন শীর্ষ সংগঠক। বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তারা।