১০ মে ২০২৫, ১৬:১৪

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় যা বললেন—জামায়াত আমির

ডা. শফিকুর রহমান ও জামায়াত নেতৃবৃন্দ  © টিডিসি সম্পাদিত

দাবি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা আমরা এখনো পাইনি। ধাপে ধাপে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না। জুলাইকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব। 

শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় রাজধানীর মগবাজার এলাকায় এসব কথা বলেন তিনি।  

জামায়াত আমির বলেন, আমরা শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বসেছিলাম, তারা বলেছে আমরা সরকারের কাছে সাহায্য চাই না, ন্যায়বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলব, সরকারে যারা আছেন, তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এর আগে শনিবার রাত ১১টার দিকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। এ সময় তিনি লিখিত বিবৃতি পড়ে শোনান।

পরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, আজকের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

‘‘এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।’’