১০ মে ২০২৫, ১৩:৩৪

আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যা বললেন জামায়াত আমির

ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। এসময় তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির।

আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১০ মে) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। 

জামায়াত আমির লিখেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা। ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোন কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।

তিনি আরও লিখেছেন, আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে। 

তিনি লিখেছেন, অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন।