‘ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে’
ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে—বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) বেলা ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট তিনি এই হুঁশিয়ারি দেন।
পোস্টে হাসনাত লিখেছেন, ‘আপনি আমাদের যেকোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।’
তার আগের পোস্টে কর্মসূচির বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক লেখেন, ‘তিন দফা দাবিতে বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত। সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতার গণ-অবস্থান।’
ছাত্র-জনতার তিন দফা দাবি-
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
এর আগে রাজধানীর অন্যান্য পয়েন্ট যেমন মিরপুর, বাড্ডা, রামপুরা, সায়েন্সল্যাবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ব্লকেড না দেয়ার আহবান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না, ব্লকেড খুলে দিন। এর আগে শুক্রবার রাতেই শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন তিনি।a