ঢাবিতে ছাত্রলীগের তত্ত্বাবধানে আবর্জনা অপসারণ অভিযান
ছাত্রলীগের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবর্জনা অপসারণ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। আজ সোমবার দুপুরে মধুর ক্যান্টিনের সামনে ও ডাকসু ভবনের আশেপাশে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোলাম রাব্বানী তার ফেসবুক পেজে আবর্জনা পরিচ্ছন্নতা অভিযানের লাইভ ভিডিও করেন। এতে দেখা যায়, সিটি কপোর্রেশনের কর্মীরা ডাকসু ভবনের সামনে স্তুপ করে রাখা আবর্জনা পরিষ্কার করছেন। সেগুলো একে একে ময়লা বহনের গাড়িতে তুলছেন তারা।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদেরকে সহযোগিতা করেন। ডাকসু ভবনের সামনে দীর্ঘদিন ধরেই ময়লা-আবর্জনা ফেলে রাখায় পরিবেশ নষ্ট হচ্ছিলো। এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে বেশ ভোগান্তি পোহাচ্ছিলেন।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রার্থী হয়েছে।
ছাত্রলীগের আবর্জনা পরিচ্ছন্নতা অভিযানের লাইভ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।