২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৪

স্বতন্ত্র প্রার্থীদের সরে দাঁড়াতে চাপ ছাত্রলীগের!

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাবির বিভিন্ন হলে যান ছাত্রলীগের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের জন্য ছাত্রলীগ কর্তৃক চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিভিন্ন হলে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের আদেশ দেন বলে জানা গেছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক ভিপি প্রার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হলে এসে আমাকে ডেকে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছে। ছাত্রলীগের নেতারা তাকে বলেন, 'ছাত্রলীগ থাকতে কিসের স্বতন্ত্র প্রার্থী?’ এসময় তার সাথে খারাপ ব্যবহার করারও অভিযোগ করেন তিনি।

আরেকজন স্বতন্ত্র সদস্য প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ছাত্রলীগের প্যানেল থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে। তারা বলেছে, আমি যদি প্রার্থীতা প্রত্যাহার না করি তাহলে আমাকে শিবির ব্লেইম দিয়ে হল থেকে বের করে দেয়া হবে। এভাবে জাতির জনক বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল ও মাস্টার দা' সূর্যসেন হলসহ কয়েকটি হলে ছাত্রলীগের নেতারা সশরীরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করে ছাত্রলীগ ঘোষিত প্যানেলকে সমর্থন দিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের নিকট জানতে চাওয়া হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা হলে হলে গিয়েছি মূলত সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলতে। শিক্ষার্থীদের সমস্যা, অভিযোগ ও ছাত্রলীগের প্যানেলের প্রতি শিক্ষার্থীদের সমর্থন যাচাই করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার এস. এম. মাহফুজুর রহমান বলেন, এটা তাদের দলীয় ব্যাপার। তবে ভুক্তভোগী কেউ যদি এ ব্যাপারে প্রক্টরের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন, তাহলে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে প্রশাসন ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।