ডাকসু: ছাত্রদের পক্ষে কাজ করতে চান আলিম, রহিম, আলামিন
দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ডাকসু নির্বাচনকে সামনে রেখে স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
হলে ছাত্রলীগের ভিপি (সহ-সভাপতি) পদে মনোনিত হয়েছেন আব্দুল আলিম খান, জিএস (সাধারণ সম্পাদক) পদে আব্দুর রহিম ও এজিএস পদে শাখের আহমেদ আলামিন। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে অন্যান্য হলগুলোর মতো তাদের নামও প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এফ আর হলে ছাত্রলীগের প্যানেলে মনোনিত হয়ে আব্দুল আলিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবার কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে সাধারন ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হল সংসদ নির্বাচনে ভিপি পদপার্থী নির্বাচিত করায়। ডাকসু নির্বাচনে আমার সর্বপ্রথম লক্ষ্য থাকবে সাধারন ছাত্রদের অধীকার আদায়ে সর্বোচ্চ সহযোগিতা করা। তাদেরকে সাথে নিয়ে সকল কাজ করা।
তিনি বলেন, সকল ছাত্র যেন হলে অবস্থান করতে পারে এবং তাদের সব সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পূর্ণাঙ্গ আবাসিক হলের ব্যবস্থা করা যাতে প্রথমবর্ষ থেকেই ছাত্ররা হলের আবাসিক হতে পারে। ছাত্রদের পড়াশোনার মান বৃদ্ধির জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
মনোনিত জিএস প্রার্থী আব্দুর রহিম বলেন, ‘২৮ বছর পর ডাকসু নির্বাচনের মাধ্যমে সাধারন শিক্ষার্থীর অধীকার ফিরে আসার পথ তৈরি হয়েছে। আমি যদি নির্বাচিত হই, তাহলে এফ রহমান হল নিয়ে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার আমরা এফ রহমান হল ছাত্র সংসদের মাধ্যমে তা নিশ্চিত করার চেষ্টা করব।
এসময় নির্বাচনের কিছু ইশতেহার দেবেন জানিয়ে তিনি বলেন, ‘এই ইশতেহার শুধু মুখে বলার জন্য নয়, তা বাস্তবায়ন করার জন্য দেবো। সাধারন ছাত্রদের মঙ্গল কামনায় আমরা বদ্ধপরিকর।’
এজিএস প্রার্থী শাকের আহমেদ আল আমিন বলেন, ‘আমি সাধারন ছাত্রদের পাশে আগেও ছিলাম এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আমি এজিএস নির্বাচিত হলে সাধারন ছাত্রদের নিয়ে কাজ করবো।’ এছাড়া ছাত্রদের সকল সমস্যা সমাধানে বদ্ধপরিকর থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।