১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৪

ছাত্রলীগের নেতৃত্বে ২২ সংগঠনের জোট ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’

মধুর ক্যান্টিনে সম্মিলিত শিক্ষার্থী সংসদের সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রীক ২২টি সংগঠনের সাথে জোট গঠন করেছে ছাত্রলীগ। ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ নামে এই জোটের ব্যানারে ডাকসু নির্বাচনে প্যানেল দেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে মধুর‌ ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলন করে এই জোটের ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিক সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করে শোনান সম্মিলিত শিক্ষার্থী সংসদের মুখপাত্র রাকিব হাসান। তিনি বলেন, টিএসসি কেন্দ্রীক সংগঠনগুলো ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে থাকবে।

পরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, এই সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করা হবে। ছাত্র সংগ্রাম পরিষদও এর সাথে থাকবে বলেও জানান তিনি। এসময় ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে সবাই সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ছাত্রলীগের এই নেতা।

লিখিত বক্তব্যে বলা হয়, ডাকসু নির্বাচনের উদ্দেশ্য হলো অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা। সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড় তুলতে প্রশাসনকে সহযোগিতা করাও এর উদ্দেশ্য। তবে গত ২৮ বছরে ডাকসু না থাকায় টিএসসিকেন্দ্রীক বিভিন্ন সংগঠন ডাকসুর বিকল্প হিসেবে কাজ করে আসছে। এজন্য সম্মিলিত শিক্ষার্থী সংসদ নামে আদর্শিক প্রশ্নে  ঐক্যবদ্ধ একটি জোট একসাথে কাজ করছে।

ডাকসু নির্বাচনের কেন্দ্র হলে রাখার বিষয়টিকে সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে দাবি করে এতে আরো বলা হয়, সকল প্যানেল সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া, দাবি-দাওয়া ও তাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ইশতেহার দেবে বলে প্রত্যাশা। এসময় নির্বাচনের আচরণবিধির সাথে সাংঘর্ষিক কোন কর্মসূচী বা কর্মকান্ড না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, টিএসসি কেন্দ্রীক বিজ্ঞান সোসাইটির সাধারণ সম্পাদক প্রত্যাশা সাহাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।