ডাকসু নির্বাচন

মধুর ক্যান্টিনে খালেদা-তারেকের নামে স্লোগান (ভিডিও)

দীর্ঘ ৯ বছর পর আজ সকালে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা
দীর্ঘ ৯ বছর পর আজ সকালে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

সরগরম হয়ে উঠেছে ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। শেখ হাসিনার পাশাপাশি স্লোগান চলছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামেও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার সকাল থেকেই ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের সক্রিয় উপস্থিতিতে এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, দীর্ঘ ৯ বছর পর আজ সকাল সাড়ে ১০টায় মধুর ক্যান্টিনে পৌঁছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথমে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। পরে তাদের সাথে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান যোগ দেন। সর্বশেষ ছাত্রদল মধুর ক্যান্টিনে এসেছিল ২০১০ সালের ২১জুন।

সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং লন্ডনে অবস্থানরত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন।

তবে এসময় মধুর ক্যান্টিনে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন সক্রিয়। ছাত্রদলের স্লোগানের জবাবে ছাত্রলীগের নেতাকর্মীরাও নানা ধরণের স্লোগান দিতে থাকে। নিয়মিত ছাত্ররাই রাজনীতি করবে এমন ম্লোগানও দিতে থাকে নেতাকর্মীরা। এসময় পাল্টাপাল্টি স্লোগানে সরগরম হয়ে ওঠে মধুর ক্যান্টিন। এছাড়া ছাত্র ইউনিয়নসহ কয়েক বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

পরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদেরকে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা সাত দফা দাবি জানিয়েছিলাম। তবে তা এখনো মানেনি। এসময় দাবি আদায় আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাজিব আহসান আরো বলেন, ‘অনেক দিন পর মধুর ক্যান্টিনে এসেছি। নিয়মিতই আসতে চাই। আশা করি সেই পরিবেশ বজায় থাকবে। আমরা প্রশাসনের কাছে পুনরায় তফসিল ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক গণতান্ত্রিক ধারার নবসূচনা হয়েছে। এটা অব্যাহত থাকুক। এসময় ডাকসু নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।

পরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ছাত্রদলকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে সাংবাদিকদেরকে বলেন, তারা শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে সে প্রত্যাশা থাকলো। এসময় কোন ধর্মীয় সংগঠন ক্যাম্পাসে যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।


সর্বশেষ সংবাদ