মধুর ক্যান্টিনে বসেছে ছাত্রদল
দীর্ঘ নয় বছর পর মধুর ক্যান্টিনে ফিরল জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই ছাত্র রাজনীতির এই পাওয়ার হাউজে বসার পরিকল্পনা চলছিল দলটির ভেতরে। বুধবার তারই অংশ হিসেবে মধুতে বসেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীকে দেখা গেছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সহাবস্থান চাই। মূলত তারই অংশ হিসেবে মধুতে আসা। তিনি বলেন, মধুর ক্যান্টিনে আসার ব্যাপারে নিকট অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সহযোগিতা পাইনি। বর্তমান প্রশাসন যেহেতু সেটা দিচ্ছে; তাই আমরা মধুর ক্যান্টিনে।
জানা যায়, মধুর ক্যান্টিনে ছাত্রদল সর্বশেষ গিয়েছিল প্রায় ৯ বছর আগে। ২০১০ সালে। কিন্তু সে সময় ছাত্রলীগের হামলায় তৎকালীন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম ও ছাত্রদল কর্মী মাইনুলসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এরপর আর মধুতে ফেরেনি দলটি। যদিও ২০১৭ সালে ১০ আগস্ট ডাকসু আলোচনায় অংশ নিতে মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এসেছিলেন; কিন্তু সে সময়ও ছাত্রলীগের ধাওয়ায় চলে যেতে হয় তাদের।
তবে বর্তমানে নেতারা বলছেন, ডাকসু নির্বাচন কেন্দ্র করে আমরা মধুর ক্যান্টিন কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় হতে চাই। শুধু তাই নয়, মধুর ক্যান্টিনে আমাদের আসা-যাওয়া পরবর্তীতেও থাকবে।
প্রসঙ্গত, দীর্ঘ ২৯ বছর পরে আগামী মার্চে নির্বাচনের তোড়জোড় চলছে। ইতোমধ্যেই ঘোষিত হয়েছে নির্বাচনের তফসিল। চলছে প্রকাশ্য-অপ্রকাশ্যের দেদার প্রচারণা।