ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তা আছে: নজরুল ইসলাম খান
ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মতো না হয় সেই আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জটিল পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন যেন জাতীয় নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয় তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিয়োজিত হওয়ায় ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ আছে।
আজ সোমবার দুপুরে ড্যাবের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ছাত্রসমাজ যুগে যুগে পথ দেখিয়েছে। তাদের সাহসী ভূমিকা দিয়ে আন্দোলন-সংগ্রামের সূচনা করেছে এবং সফল হতে সাহায্য করেছে। সেই ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচনও সুষ্ঠু করার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে। যারা গণতন্ত্র চায় এবং যারা গণতন্ত্র চায় না, ডাকসু নির্বাচনের লড়াই তাদের মধ্যে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নেই। তবে সরকারি দলের পক্ষে থেকে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। তাদের প্রতি বিশ্বাস রেখে যে ছাত্র সংগঠনগুলো আছে তারা তাদের মত প্রকাশ এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারে সে ব্যবস্থা করারও আহবান জানান তিনি।