১০ জুন ২০২৫, ০৮:৩৭

আপ বাংলাদেশের আংশিক কমিটিতে আছেন যারা

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)  © টিডিসি ফটো

জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে প্রেরণা নিয়ে, প্রতিজ্ঞা, ঐক্য এবং পরিবর্তনের প্রত্যয়ে যাত্রা শুরু করল ছাত্রদের নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। আত্মপ্রকাশ অনুষ্ঠানে 'আপ বাংলাদেশ'-এর কেন্দ্রীয় কমিটির ৮২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম প্রকাশ করেন শহীদ ওসমানের পিতা আব্দুর রহমান।

এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আলী আহসান জুনায়েদ এবং সদস্যসচিব হন আরেফিন মো. হিজবুল্লাহ। এ ছাড়া রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে মুখপাত্র করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্লাটফর্মটি যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো। আংশিক কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য হলেন মোঃ জসিম উদ্দিন, জাহিদুর রহমান, রবিউল করিম, মুরাদ হোসেন, সাজ্জাদ হোসেন, হায়াত শাহেদ, কাজী সালমান, আল মাহমুদ, দিলারা খানম, সুলতান মারুফ তালহা, আবরার হামিম, জাহিদ হাসান, মাসুদ রানা, আসমাউল হুসনা, ফারজানা আক্তা, আহমদ করিম চৌধুরী, আব্দুল আজিজ ভূঁইয়া, নজরুল ইসলাম, উমার রাজী আল ফারুক, ফারহা জাবিন লিরা, কাজী আহনাফ তাহমিদ, বখতিয়ার মুজাহিদ সিয়াম, আলী আম্মার মুয়াজ, মোহাম্মদ রিদওয়ান হাসান, আহসানুল্লাহ, তৌসিফ মাহমুদ সোহান, মোহাম্মদ রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম সুজন, আব্দুল কাইয়ুম সৌরভ, মো. আল আমিন রিফাত, বদরে আলম শাহিন, মুয়াজ বিন মাহবুব, ফারহানা শারমিন সূচি, মাসুমা বিল্লাহ, মুত্তাকী বিন মনির, মীর শিবগতুল্লাহ তকি, দ্বীন ইসলাম, 

এছাড়া আরও রয়েছেন, সানাউল্লাহ পাটোয়ারী, জি এম ফারুক, আব্দুল আলিম, মোহাম্মদ মোশারফ হুসাইন, সাদ্দাম হোসাইন, এম ওয়ালিউল্লাহ, রাহাত বিন সায়েফ, সাদাব মুবতাসিম প্রান্তিক, তামজিদুল ইসলাম, আরাফাত ই রাব্বি প্রিন্স, রিজওয়ানুল বারী, সরোজ মেহেদী, দেলোয়ার হাসান শিশির, নাঈমুর রহমান দুর্জয়, জায়েদ হাসনাইন, তানভীর আজম, নাহিদা মুসাররাত, শেষ স্বপ্নীল হক আদিবা, আব্দুল্লাহ নাসের, মো: সুয়াইব হাসান, মো: তানভীর আহমেদ, আনিসুর রহমান, হাসান মাহমুদ, মো শাহজালাল, জেরিন তাহসিন, আল ইমরান সুজন, মোহাম্মদ মাহবুবুর রহমান, কাউসার আলম, সিরাজুম মনিরা, বোরহান উদ্দিন নোমা, মিনহাজুর রহমান রেজবী, আব্দুল্লাহ আল মিনহাজ, মোস্তফা কামাল মাহথির, সাইফুল্লাহ আল গালিব, মাহমুদুল হাসান বাহার (প্রিয়ত), , মিসবাউর রহমান (আসিম), মহিউদ্দিন হাসান, সাইদুল ইসলাম, নোমান আব্দুল্লাহ