‘আগামীতে তরুণরাই সমাজে নতুন চিন্তা, নতুন কর্মপদ্ধতি গড়ে তুলবে’
প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম নজরুল কাদির বলেন, ‘আজকের তরুণদের দেখে আমারও মনে হয় যেন আমি আবার তরুণ হয়ে যাই। দেশের বিভিন্ন আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল।আজকের তরুণরাই আগামীতে সমাজে নতুন চিন্তা, নতুন কর্মপদ্ধতি এবং উৎপাদনমুখী কর্মজীবী গড়ে তুলবে।’
শুক্রবার (মে ৯) চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম নজরুল কাদির এসব কথা বলেন।
এসএম নজরুল কাদির আক্ষেপ করে বলেন, ‘তরুণদের জন্য এখনো অন্তর্বর্তী সরকার কোনো শিক্ষা কমিশন গঠন করেনি। বিএনপি ক্ষমতায় এলে তরুণদের নিয়ে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে।’
তার মতে, ‘তরুণদের শুধু দেশের ভবিষ্যৎ নয়, তাদের বর্তমানও সমান গুরুত্বপূর্ণ। তরুণরা কী চায়, তাদের আশা-আকাঙ্ক্ষা কী—তা বুঝতে হবে। কারণ দুর্বার এ তরুণদের কেউ ঠেকাতে পারবে না।’
এর আগে ২০২৩ সালেও একই সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ হয়। ওই সময় আয়োজনের শুরু থেকেই তৎকালীন ক্ষমতাসীন দল ও প্রশাসনের বাধার মুখে পড়ে। কিন্তু এবার আয়োজন হচ্ছে বাধাহীন। বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান, মেধাবী তরুণরা কর্মসংস্থান না পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছে, আর দেশে ফিরছে না। দেশ হারাচ্ছে তার মেধাবী সন্তানকে। যা উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিএনপি তরুণদের এই মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বিএনপি।