০৯ মে ২০২৫, ১৬:০২

জিয়াউর রহমানের পলিসিতেই গড়ে উঠেছে আজকের গার্মেন্টস সেক্টর

আমীর খসরু মাহমুদ চৌধুরী  © সংগৃহীত

গার্মেন্টস খাতে জিয়াউর রহমান যে নীতিমালা গ্রহণ করেছিলেন, তার ভিত্তিতেই আজকের এই খাতটি টিকে আছে এবং সফলতা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।

শুক্রবার (মে ৯) চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বর্তমানে শিক্ষায় সর্বনিম্ন বিনিয়োগ করছি যা বাড়ানো জরুরি। জাতীয়ভাবে দক্ষতা বাড়াতে হবে এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে। 

স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গার্মেন্টস খাতে জিয়াউর রহমান যে নীতিমালা গ্রহণ করেছিলেন তার ভিত্তিতেই আজকের এই খাত টিকে আছে ও সফলতা পেয়েছে। বিএনপির লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রশাসনিক কার্যক্রমসহ সবকিছু অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য যে-সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা থেকে আশানুরূপ ফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে ২০২৩ সালেও একই সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ হয়। ওই সময় আয়োজনের শুরু থেকেই তৎকালীন ক্ষমতাসীন দল ও প্রশাসনের বাধার মুখে পড়ে। কিন্তু এবার আয়োজন হচ্ছে বাধাহীন। বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান, মেধাবী তরুণরা কর্মসংস্থান না পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছে, আর দেশে ফিরছে না। দেশ হারাচ্ছে তার মেধাবী সন্তানকে। যা উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিএনপি তরুণদের এই মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বিএনপি।