০৬ মে ২০২৫, ১৯:১১

অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে জুবাইদা রহমান

  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে করে তিনি হাসপাতালে আসেন। চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর তিনি নিজ বাসভবন মাহবুব ভবনে যাওয়ার কথা রয়েছে।

ডা. জুবাইদার আগমনকে কেন্দ্র করে মাহবুব ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভবনজুড়ে চলছে রঙ ও সাজসজ্জার কাজ। বসানো হয়েছে সিসি ক্যামেরা, পাশাপাশি ভবনের সামনের দেয়ালের ওপর কাঁটাতারের বেষ্টনি স্থাপন করা হয়েছে। ভবনের প্রধান ফটক বন্ধ থাকলেও ভেতরে লোকসমাগম দেখা গেছে। এছাড়া ভবনটির আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

আরো পড়ুন: ডা. জোবাইদা রহমান কী রাজনীতিতে আসছেন, যা বললেন মির্জা ফখরুল

এর আগে দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সকালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছেন তিনি।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। মূলত এর পর থেকে একে একে ১৭টি বছর প্রবাসজীবন কাটালেও একবারের জন্য দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে দীর্ঘদিন লন্ডনে বসবাস করছিলেন জোবাইদা রহমান।