গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সোমবার (০৫ মে) লন্ডনের স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমান বন্দরে নিয়ে যান।
আশা করা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন তিনি। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) করে দেশে ফিরবেন এই নেত্রী। খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত বিএনপি ও তার নানা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দরে যাচ্ছেন। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের গাড়িতে করে উনার মাকে নিয়ে যাচ্ছেন। এই গাড়িতে সামনের আসনে আছেন বেগম খালেদা জিয়া। পেছনের সিটে আছেন দুই পুত্র বধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।’
তিনি আরও জানান, ‘হিথ্রো বিমান বন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে ইনশাল্লাহ কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার ক্রাফট যাত্রা শুরু করবে স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে।’
চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষ করে দেশে ফিরছেন খালেদা জিয়া। গত ৭ জানুয়ারি তিনি লন্ডন যান। দীর্ঘদিন পর তার সঙ্গে ফিরছেন দুই পুত্রবধুও।