০৫ মে ২০২৫, ০৯:২৪

সংস্কারের শুরুটাই হয়েছে আমাদের হাত ধরে: মির্জা ফখরুল

বিএনপির মহসচিব মীর‌্যা ফকরুল ইসলাম আলমগীর  © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের শুরুটা হয়েছে আমাদের হাত ধরে। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় সংস্কারের পথিকৃৎ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি।

সোমবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে মির্জার ফখরুল ইসলাম লিখেছেন, সংস্কারের শুরুটাই হয়েছে আমাদের হাত ধরে। একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন এনেছি, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে গেছি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারও আমরাই এনেছি। এটা বাস্তবতা।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় সংস্কারের পথিকৃৎ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি। তিনি শুধু বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেননি, বরং রাষ্ট্রের কাঠামোতে দূরদৃষ্টি সম্পন্ন সংস্কার চালু করেছিলেন।