০৫ মে ২০২৫, ০০:৪৬

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাল আপ বাংলাদেশ

আলোচনা সভা  © সংগৃহীত

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সম্প্রতি রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের আজমপুরে প্যান ডি এশিয়া রেস্টুরেন্টে আপ বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের বৃহত্তর উত্তরা জোনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, "শুধু জুলাই নয়—পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, আল্লামা সাঈদীর রায় পরবর্তী অভিযান, মোদির সফরের সময়কার হত্যাযজ্ঞ, গুম-খুন এবং আয়না ঘরের নির্যাতন—এসব প্রতিটি ঘটনার বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার রায় দিয়ে দিয়েছে। এই ফ্যাসিস্ট দলের আর কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই।"

বিশেষ অতিথির বক্তব্যে অন্যতম উদ্যোক্তা আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, “গত ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করে, তাদের দাসের মতো শাসন করা হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধার করেছে। হিটলারের নাৎসি বাহিনীর মতোই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উদ্যোক্তারা আবরার হামীম, আব্দুল আজীজ ভূঁইয়া, রবিউল করীম ও বদরে আলম শাহীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরার সংগঠক সৈয়দ রাগিব হাসান এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল ওহাব।

আলোচনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের শহীদ জান্নাতুল নাঈমার মাতা এবং শিশু শহীদ জাবেরের পিতা। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. তারেক ফজল।

সভা শেষে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সাইফুল্লাহর পরিচালনায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।