০৩ মে ২০২৫, ২১:০৮

‘ক্রীড়া উন্নয়নের নামে যারা পকেট ভারী করেছে, তাদের ধরিয়ে দিন’

আমিনুল হক   © সংগৃহীত

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেছেন, ‘ক্রীড়াঙ্গন এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। যারা ক্রীড়াঙ্গনে বিগত সময়ে দুর্নীতি করেছে, তাদের চিহ্নিত করতে আপনারা কাজ করবেন।’

শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্নপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই ক্রীড়া সম্পাদক বলেন, ‘দুর্নীতি প্রমাণিত হওয়ার পর তারা ক্রীড়াঙ্গনে আজীবন নিষিদ্ধ হবেন। কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে, জেনেছি। দুদক চেয়ারম্যানকে অনুরোধ করব, সেটার সঠিক তদন্ত করার জন্য।’

আমিনুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়াঙ্গন নতুন করে সাজানোর জন্য জেলা বিভাগের এই সংগঠন। গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের অন্য সব ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও দলীয়করণ করেছে। এতে অনেক সংগঠক দুরে সরে গিয়েছিলেন। যোগ্য ও ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ সংগঠকদের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এজন্য এই সংগঠন।’

সাবেক জাতীয় ফুটবলার বলেন, ‘ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতিমুক্ত রাখতে চাই। জেলা-বিভাগের কমিটিতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট দোসর ছাড়া যে কাউকে নিয়ে কমিটি হতে পারে। ক্রীড়াঙ্গনে ভালো কাজ করতে চায় এবং আগ্রহী আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’