শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের সাথে তুলনা করে যা বললেন রিজভী
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের সাথে তুলনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা এখন কোথায় আছেন কেউ জানে না। তিনি হয়ে গেছেন যেন ওসামা বিন লাদেনের মতো—কখনো দেখা যায় না, মাঝে মাঝে ভিডিও বার্তা দেন।’
বৃহস্পতিবার (১ মে) বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মানবিক করিডোরের নামে করিডোর দেয়ার আগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোন অবস্থানে গিয়ে দাঁড়াবে, তা জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা উচিত। একতরফা সিদ্ধান্ত দেশের জন্য হুমকির কারণ হতে পারে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই। তাই এই সরকারের পতন ঘটাতে হলে গণজাগরণ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনগণের ওপর দমন-পীড়ন, মামলা-হামলা চালানো হয়েছে। শেখ হাসিনার নামে ২২৭টি হত্যা সংশ্লিষ্ট মামলা রয়েছে, যা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্বারা নিশ্চিত।