নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.জাকির আলম ভূঞাকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে পৌরসভার কমলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
আরো পড়ুন: রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ, শঙ্কিত শিক্ষকরা
তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখে সংঘটিত গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির আলম ভূঞা আজ দুপুরের দিকে পৌর সদরের কমলাপুর এলাকায় মটর সাইকেল ধৌত করিতে আসলে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।