প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, ফোকাসে নির্বাচন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি লোগো
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি লোগো  © টিডিসি সম্পাদিত

জাতীয় নির্বাচনকে ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করতে আজ বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) এই বৈঠকের সময়সূচি নিশ্চিত করা হয়। জানানো হয়, বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

যদিও এর আগেও জাতীয় ঐকমত্য ও রাজনৈতিক সংস্কার নিয়ে কয়েক দফায় আলোচনায় বসেছিল বিএনপি ও অন্তর্বর্তী সরকারের পক্ষ, তবে আজকের বৈঠকের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আসন্ন জাতীয় নির্বাচন। দলটির সূত্রগুলো জানায়, নির্বাচনকে সামনে রেখে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ও নির্বাচনকালীন সরকারের গৃহীত অবস্থান পরিষ্কার করার বিষয়টি নিয়েই আলোচনা হতে পারে।

সম্প্রতি, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব বার্তা এসেছে, তা নিয়ে বিএনপির মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং প্রাথমিকভাবে জানিয়েছিল, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে সময়সীমা বাড়িয়ে বলা হয়, নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে। এ ধরনের বারবার সময় পরিবর্তনকে বিভ্রান্তিকর বলেই মনে করছে বিএনপি।

দলটির নেতারা মনে করছেন, আজকের বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি দূর করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগাম দিনগুলোর সম্ভাব্য গতি-প্রকৃতি নিয়েও আলোচনা করতে আগ্রহী বিএনপি নেতৃত্ব।

এদিকে, নির্বাচন ইস্যু নিয়ে আজকের বৈঠকের পরের দিন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় বিএনপি অংশ নেবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে। সেখানে সংস্কার প্রস্তাব ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই ধারাবাহিক বৈঠকগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। দলীয় ও জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে এমন সংলাপ ও মতবিনিময় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ