২৭ মার্চ ২০২৫, ১৮:৫৬

ক্ষমা চেয়ে ছাত্রলীগ থেকে জবি সাধারণ সম্পাদকের পদত্যাগ, যা জানা গেল

ক্ষমা চেয়ে ছাত্রলীগ থেকে জবি সাধারণ সম্পাদকের পদত্যাগ, যা জানা গেল
আকতার হোসাইন  © টিডিসি সম্পাদিত

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন পদত্যাগ করেছেন। ওই নেতার সিল ও স্বাক্ষরে সংগঠনটির প্যাডে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার (২৬ মার্চ) রাত থেকে ছড়িয়ে পড়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি এস এম আকতার হোসাইন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমি অতীতে ভুল বসত স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন ও অপকর্মের একজন সমর্থক ও সহযোগী ছিলাম। কিন্তু বর্তমানে আমি প্রচুর অনুতপ্ত, অনুশোচনা, অপরাধবোধ ও বিবেকের দংশনে ভুগছি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ফ্যাসিবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতা ও কর্মীর সাথে ন্যূনতম যোগাযোগ পর্যন্ত করিনি। আমার পূর্বের ভুল ও অপরাধের জন্য অনুশোচনাবোধ থেকে আমি বাংলাদেশের জনগণের ও ছাত্রসমাজের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি নিজস্ব অপরাধবোধ ও বিবেকের তাড়না থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি। প্রিয় দেশবাসী আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে এস এম আকতার হোসাইনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে শাখা ছাত্রলীগের ইব্রাহীম ফরাজী প্রেস বিজ্ঞপ্তিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা। কেউ বিভ্রান্ত হবেন না।