ড্যাবের কমিটি বিলুপ্ত করল বিএনপি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  © ফাইল ছবি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করার জন্য কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সভাপতি এবং ডা. মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আরো পড়ুন: দলীয় শৃঙ্খলা ভেঙে বহিষ্কার হলেন বিএনপির তিন নেতা

শিগগিরই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করার জন্য কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে কমিটি বিলুপ্তির কারণ জানানো হয়নি।


সর্বশেষ সংবাদ