১১ মার্চ ২০২৫, ১২:৩৫
ডাকসু নির্বাচনহীন ৬ বছর, সংবাদ সম্মেলন ডেকেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ
সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ২৮ বছরের অচলায়তন ভেঙে সে বছরের ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আরও ৬ বছর পেরিয়ে গেলেও আর কোনো ছাত্র সংসদের দেখা পায়নি দেশের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় এ বিদ্যাপীঠ।
এদিকে, ডাকসু নির্বাচনহীন ৬ বছর উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুহীনতার ৬ বছর আজ। অনতিবিলম্বে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুসহ সারাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্মারকলিপিও প্রদান করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।